ঘরের তালা ভেঙে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জহিরুল ইসলাম
জহিরুল ইসলাম  © সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ঘরের তালা ভেঙে কাতার প্রবাসীর ছেলে জহিরুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় এঘটনা ঘটে।

জহিরুল ইসলাম সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরিক্ষার্থী এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকার কাতার প্রবাসীর কালাম সরদারের ছেলে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাতার প্রবাসীর মেজ ছেলে সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরিক্ষার্থী ছিল, ছেলেটি এলাকার পরিচিতি অনুযায়ী শান্ত ও ভদ্র ছিল। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে জহিরুল নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে কিন্ত সকালে দরজা খোলা ও প্রধান গেটের তালা ভাঙ্গা দেখে মা কহিনুর ছেলের কক্ষে গিয়ে দেখে ছেলে কম্বল গায়ে এবং চারপাশে রক্ত।

আরও পড়ুন: ২০২২ সালের এসএসসি-এইচএসসি কীভাবে, জানালেন শিক্ষামন্ত্রী

এরপর মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখে জরিহরুলের গলার ও শরিরের বিভিন্ন অংশে ধারালো অশ্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত জহিরুলের মা কাতার প্রবাসীর স্ত্রী কহিনুর বেগম জানান, আমার দুই ছেলে ও এক মেয়ে, এক ছেলে ঢাকা চাকুরি করে আর জহিরুল স্কুলে পড়ে এবং আলাদা কক্ষে থাকে, আমি ও আমার ছোট মেয়ে এক কক্ষে থাকি। সকালে উঠে দেখি আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে ঠেকে রেখেছে। আমার ধারণা একটি জমি কেনা নিয়ে আমাদের সাথে পাশের একজনের বিরোধ চলছিল হয়তো তারা এ ঘটনা ঘটাতে পারে।

পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল বিশ্বাস বলেন, ছেলে সামাজিক ছিল, আমার জানা মতে ছেলে অনেক ভাল ছিল। এখন কি কারণে এমন হলো বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করলে বিস্তারিত হয়তো জানা যাবে।


সর্বশেষ সংবাদ