এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে এবারের এসএসসি পরীক্ষায় ইন্দুরকানী কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন কক্ষ পরিদর্শকরা। মঙ্গলবার এসএসসি পরীক্ষা কেন্দ্র ইন্দুরকানী এর কেন্দ্র সচিব মোঃ সেলিম খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ এনে কক্ষ পরিদর্শকরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাব বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ফি বিজ্ঞান বিভাগে ৪৬৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩০ টাকা হারে সর্বমোট ৭৭২ জন শিক্ষার্থীর নিকট থেকে ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা উত্তোলন করে কেন্দ্র সচিবের কাছে জমা রাখেন। সেখান থেকে ৬দিনে ৯টি পরীক্ষায় কক্ষ পরিদর্শক বাবদ ১৫০ টাকা হারে বরাদ্ধ করলে কক্ষ পরিদর্শকদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়। কেন্দ্র সচিব বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন।
এ ব্যাপারে এক শিক্ষক জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধানদের সম্মানী বাবদ ৩ হাজার টাকা বরাদ্ধ করা হয়েছে। অথচ পরীক্ষা কেন্দ্রে তাদের কোন সংশ্লিষ্টতা না থাকায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার কারণে বোর্ড কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে ১৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১১০ টাকা হারে ফেরৎ প্রদানের নির্দেশনা থাকা সত্বেও প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের এখন পর্যন্ত টাকা পরিশোধ করেন নাই।
পরীক্ষার্থী হাবিবা জানিয়েছে, প্রবেশপত্র বাবদ আমাদের কাছ থেকে ৪৬৫ টাকা নিয়েছে। কিন্তু অতিরিক্ত টাকা এখনো ফেরৎ পাই নাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কেন্দ্র সচিব মোঃ সেলিম খান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা আদৌ সত্য নয়। উপস্থিত প্রধান শিক্ষকদের সম্মতি ক্রমে আমরা বাজেট পেশ করেছি।