সড়কে ঝড়ল আরও এক এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহীম অপু (১৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রবাসী বেলাল হোসেনর ছেলে। চলতি বছর স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল অপু।
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.জামাল উদ্দিন জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার এক বন্ধুসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। সন্ধ্যার বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে তাদের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মারা যায় অপু।
আর তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে যায়।
তবে এ বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রের মৃত্যু হয়।