১৪ নভেম্বর ২০২১, ১০:০১
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।
জানা গেছে, প্রথমদিন সকালে এসএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান আর দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দাখিলের পদার্থ বিজ্ঞান ও ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজা ৮৮৭, ভোকেশনালে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন অংশগ্রহণ করছেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।