এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী

এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী
এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী  © ফাইল ফটো

মহামারি করোনার করণে দীর্ঘ প্রায় নয় মাসের অপেক্ষা শেষে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে সোয়া ২২ লাখের বেশী শিক্ষার্থী।

রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা প্রথমবারের মত দেড় ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা শুরুর দ্বিতীয় দিন সোমবার সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে। ১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা হবে।

এছাড়া বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।


সর্বশেষ সংবাদ