চট্টগ্রামে ২০৪ কেন্দ্রে হবে এসএসসি পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

সারাদেশের মতো রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্র থেকে এবার ১ হাজার ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। 

শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র মতে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৫ হাজার ২৫৩ জন ছাত্র এবং ৮৫ হাজার ৮৭৯ জন ছাত্রী। ২০২০ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ৩২ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩১ হাজার ৭৩ জন, মানবিকের ৬৫ হাজার ২৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৪ হাজার ৮০৩ জন।

 


সর্বশেষ সংবাদ