০৭ অক্টোবর ২০২১, ২১:১৬
শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করলেন ইউএনও-এসিল্যান্ড
ভোলার লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করেছেন।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে করোনার দীর্ঘদিনের বন্ধ কাটিয়ে শিক্ষার্থীদের উজ্জিবিত করতে তারা শিক্ষার্থীদের সাথে ক্লাসে অংশ নেন।
ইউএনও এবং এসিল্যান্ড এক সঙ্গে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। এসময় প্রতিষ্ঠানের পরিচালক মো. রুহুল আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে ইউএনও পল্লব কুমার হাজরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বিভিন্ন পরার্মশ প্রদান করেন। এছাড়াও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে পরিচিত হন।