২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

সু নেই পায়ে, তাই শতাধিক শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

সেন্ট পলস হাই স্কুল   © সংগৃহীত

স্কুলের নির্ধারিত জুতা পরে না আসায় শতাধিক শিক্ষার্থীকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছেন বাগেরহাটের মোংলার সেন্ট পলস হাই স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকরা জানিয়েছেন, প্রধান শিক্ষকের নির্দেশেই তারা এমন করেছেন।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় ক্লাসরুমে প্রবেশ করলে শিক্ষকরা সব শিক্ষার্থীর ড্রেস ও জুতা চেক করতে আসেন। এসময় সবার গায়ে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম থাকলেও অনেক ছাত্রের জুতা ছিলো বিভিন্ন রকমের। ড্রেসকোড অনুযায়ী জুতা না পরায় ওই সব শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দেন শিক্ষকরা।

বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, তাদেরকে স্কুলের সীমানার বাইরে বের করে দেয়া হয়েছে। এমনকি বৃষ্টির মধ্যেও তাদের বাইরেই থাকতে হয়। এসময় ক্লাস থেকে বের করে দেওয়া শিক্ষার্থীদের কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেককেই বৃষ্টির মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কাদির ছাত্র-ছাত্রীদের ক্লাস ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ক্লাস শুরুর এক ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকার পর ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়।

ক্লাসরুম থেকে বের করে দেওয়ার বিষয়ে জানতে প্রধান শিক্ষক এড্রজয়ন্ত কোস্তাকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিছু শিক্ষার্থী তো বাড়ি চলে গেছে। পরে যেসব শিক্ষার্থী উপস্থিত ছিল তারা ক্লাস করতে পেরেছে।