ঝালকাঠিতে স্কুলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও বিভিন্ন আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির জন্য দেওয়া সাড়ে ৪’শ শতাংশ জমির মধ্যে বর্তমানে ৩’শ শতাংশ রেকর্ড রয়েছে। বাকী জমি বেদখল রয়েছে। স্কুলের এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর করতে হবে।
এসময় স্কুলের নানা অনিয়ম তদন্ত এবং পূর্ণাঙ্গ স্কুল কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ চান বক্তারা। এসব নিয়ে অচিরেই কোন উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ।