স্বাস্থ্যবিধি না মানায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ PM
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের বাহুবল উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। আগামী মঙ্গলবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে তাদের এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, স্কুল খোলার আগে থেকেই প্রস্তুতি চলছিল। খোলার প্রথম দিন সবগুলো বিদ্যালয়েই যথাযথভাবে নির্দেশনা পালন করা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন এসে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদরাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণে গাফিলতির চিত্র দেখা যায়। তাই তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।