অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হলো না স্কুলছাত্রী রাবেয়ার
করোনায় স্কুল বন্ধ থাকায় বাড়িতে অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রাবেয়া আক্তার (১২)। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে এসব অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে যাচ্ছিল সে। কিন্তু সেই অ্যাসাইনমেন্ট আর জমা দিতে পারেনি রাবেয়া। বালু বোঝাই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে অকালে মারা যায় সে।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়াতপুর ইউনিয়ন পরিষদের সামনে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাবেয়া উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়রা গ্রমের শাহ জুয়েল কিশোরের মেয়ে। সে স্থানীয় রৌহা গ্রামে অবস্থিত আলহাজ এরশাদ উদ্দিন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, মেয়েটি যখন অ্যাসাইনমেন্ট নিয়ে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল, তখন বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাক্টর ও এর চালককে আটকের চেষ্টা করছে।