ট্রলারে ভ্রমণ: কীর্তনখোলায় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ট্রলারে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছে মো. ফাহাদ হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাহাদ নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার মো. মাহবুব হোসেনের ছেলে।
জানা যায়, ফাহাদসহ তার কয়েকজন বন্ধু নগরীর চর কাউয়া খেয়াঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে কীর্তনখোলা নদীতে ঘুরতে বের হয়। কিছুক্ষন পর কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকা অতিক্রমের সময় হঠাৎ ট্রলার থেকে নদীতে পড়ে যায় ফাহাদ। ফাহাদের নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি ট্রলারের মাঝি টের পাননি। ট্রলারে থাকা অন্য বন্ধুরা বিষয়টি মাঝিকে জানালে ট্রলার ঘুরিয়ে দুর্ঘটনাস্থলে ফিরে নদীতে ফাহাদের স্যান্ডেল ভেসে থাকতে দেখেন ট্রলার মাঝি। পরে ফাহাদের এক বন্ধু ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়।
এ বিষয়ে বরিশাল রিভার ফায়ার স্টেশনের লিডার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে কীর্তনখোলা নদীর ওই স্থানটির গভীরতা বেশি এবং খরস্রোতা হওয়ায় রাতে তল্লাশি চালাতে ডুবুরিদের বেগ পেতে হয়।