এসএসসির ইংরেজি ভার্সনের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২১, ০৮:৩৪ PM
২০২১ সালের ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ ও পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। একইসঙ্গে অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে।
ওই অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে দিতে এবং নিতে হবে।
পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত।