১২ আগস্ট ২০২১, ২২:০৮

টাঙ্গাইলে নদীতে নেমে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র

টাঙ্গাইলে নদীতে নেমে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র  © টিডিসি ফাইল ফটো

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন নামে নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। বন্ধুদের সঙ্গে নৌকায় আনন্দ ভ্রমণে গিয়েছিল সে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তার পিতার নাম মো. সাইদুল ইসলাম, গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামে।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, গাজীপুর সদর থেকে একদল স্কুলছাত্র ইঞ্জিন চালিত নৌকায় বংশাই নদী দিয়ে আনন্দ ভ্রমণে মির্জাপুরে আসে। দুপুর দুটার দিকে বাড়ি ফেরার পথে আজগানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বংশাই নদীতে বন্ধুরা মিলে গোসল করতে নামে। গোসল করে সবাই তীরে উঠলেও ফাহিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল ফাহিমকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মির্জাপুর স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছেন। রাত ১০টা পর্যন্ত নিখোঁজ ফাহিমের সন্ধান মিলেনি। তাকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।