করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে: ঈদ শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © অফিশিয়াল ছবি

করোনাভাইরাস মহামারির উচ্চ সংক্রমণের মধ্যে ত্যাগের মহিমা নিয়ে আসা পবিত্র ঈদুল আজহায় দেশবাসী ও প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছায় সরকার বলেন, করোনা মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে জিততেই হবে এবং জয় আসবেই।

প্রধানমন্ত্রীর ভিডিও বার্তাটি আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

এই বার্তায় উঠে এসেছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রসঙ্গটিও। শেখ হাসিনা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি।

করোনার বিরুদ্ধে লড়াই করে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এ লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাআল্লাহ।

করোনাভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন।

কোরবানির শিক্ষা নিয়ে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। তিনি বলেন, আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।


সর্বশেষ সংবাদ