শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন চায়ের দোকানদার তৌহিদুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৮:৫৪ AM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৮:৫৪ AM
পরিবহন শ্রমিকের ছেলে চা দোকানদার তৌহিদুল এবার শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। বৃহস্পতিবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাঁকে উপজেলার আমিনপুর আয়েনউদ্দিন উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে।
জানা যায়, তৌহিদুলের বাবা ১৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। এরপরে তিনি স্থানীয় বাজারে একটি ছোট চায়ের দোকান শুরু করেন। পঞ্চম শ্রেনীতে পড়াবস্থায় তৌহিদুল নিত্যদিন কাজ করেন বাবার এই চায়ের দোকানে। সেখানে কাজ করেই তিনি একে একে জেএসসি, এসএসসি, এইচএসএসসি ও স্নাতক শেষ করেন। সর্বশেষ তিনি রসায়নে স্নাতকোত্তর (এমএসসি) অধ্যয়নরত ছিলেন। চায়ের দোকানে কাজ করার পরেও নিয়মিত ছাত্র হিসেবে প্রতিটি পরীক্ষাতেই তিনি ভালো ফল করেছেন।
গত বছরের মার্চ মাসে তৌহিদুলকে নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘তাঁর কাছে কোনো কাজই ছোট নয়’ ও ১২ এপ্রিল ‘শিক্ষকতার পাশাপাশি চা বিক্রি করেন তিনি’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। যা অনুপ্রেরণা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরেই তিনি এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমপিওভুক্ত শিক্ষক হওয়ার সুপারিশপ্রাপ্ত হলেন।
গত বৃহস্পতিবার রাতে এনটিআরসিএ দেশে বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক (এমপিওভুক্ত) নিয়োগের ফল প্রকাশ করে। এতে বেড়া উপজেলার আমিনপুর আয়েনউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য তৌহিদুল সুপারিশপ্রাপ্ত হন।
তৌহিদুল বলেন, নিয়োগের ফল প্রকাশের দিনেও সকাল-সন্ধ্যা দোকানে চা বানিয়ে পরিবেশন করেছি। পরে রাতে এনটিআরসিএর রেজাল্ট বের হলে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার খবর পাই। শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি ছিল আমার কাছে অসামান্য ও জীবনের সেরা। চাকরির টাকায় আমি আরও ভালোভাবে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে পারব।