০৯ জুলাই ২০২১, ০৮:১১
দাখিল পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগোল ও পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগ ও আরবি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এসব বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।
এদিকে দাখিল পরীক্ষার্থীদের জন্য সম্প্রতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৫০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা নেয়া হবে।
অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন