পানিতে ডুবে মারা গেলেন স্কুলছাত্র শ্রাবণ
ব্রাহ্মণবাড়িয়ার লইসকার বিলের আমিরপুর এলাকায় পিকনিকে গিয়ে পানিতে ডুবে শ্রাবণ খান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শ্রাবণ ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার পাইকপাড়ার মো. রনি খানের ছেলে।
নিহতের পরিবার জানায়, গতকাল শনিবার সকালে বন্ধুদের সঙ্গে লইসকার বিলে নৌকা নিয়ে পিকনিকে যায় শ্রাবণ। এ সময় তারা সবাই পানিতে লাফালাফি করে। এর মধ্যে শ্রাবণ লাফিয়ে পড়ার পর আর উঠে আসেনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে জেলেদেরকে অবহিত করে।
পরে তারা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। ৯৯৯ এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় নামেন। দুপুরের পর পানির নিচ থেকে জেলেদের সহযোগিতায় শ্রাবণের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদির জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাঁদের আটজন কর্মী উদ্ধার তৎপরতায় নামে। প্রায় একঘন্টার চেষ্টায় জেলেদের সহযোগিতায় পানির নিচ থেকে শ্রাবণের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, বিলের পানিতে পড়ে ওই কিশোর মারা যায়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছে।