‘অনিশ্চয়তা দেখা দিলেও এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২১, ০১:৪০ PM , আপডেট: ২৬ মে ২০২১, ০১:৫৬ PM
করোনার কারণে এবারের এসএসসি ও এইএসসি পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও পাবলিক এ দুুটি পরীক্ষা হবেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।
আজ বুধবার (২৬ মে) দুপুরে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কবে নেওয়া হবে সেটি অনিশ্চিত হলেও পরীক্ষা হবে, ইনশাআল্লাহ।
করোনা সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর খুলে দেওয়া হলে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া হবে এসময় তিনি জানান।
এসময় শিক্ষামন্ত্রী এবার আর অটো পাস দেওয়া হবে না বলেও উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই স্বাস্থ্যবিধি মানলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পরীক্ষা নেওয়া হবে।