‘ফিরিয়ে দিন ১১ মাস, নয়তো দিন অটোপাস’

যশোরে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
যশোরে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

‘সবাই থাকবে সুখে, আগুন কেন জ্বলবে এসএসসি ২০২১দের বুকে ‘, ‘জীবন বাজি রাখবো না, পরীক্ষা আমরা দেবো না,’ ‘ফিরিয়ে দিন ১১ মাস, নয়তো দিন অটোপাস’, ‘সেশনজট নিয়ে এসএসসি নয়, বিকল্প পদ্ধতিতে অটোপাসের সিদ্ধান্ত চাই’,- এমন নানা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে রাস্তায় নেমেছে যশোর মণিরামপুরের এসএসসি ২০২১ সালের কিছু সংখ্যক শিক্ষার্থী।

রোববার (২৪ জানুয়ারি) সকালে মনিরামপুর উপজেলা পরিষদের সামনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে তারা এই মানববন্ধন করে। এতে পৌরএলাকাসহ আশপাশের কয়েকটি স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রায় ১১ মাস বন্ধ রয়েছে স্কুল। তিন মাস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে বলা হয়েছে । পরীক্ষা জুনে হলে ফল প্রকাশ করতে জুলাই-আগস্ট মাস চলে যাবে। সেপ্টেম্বর-অক্টোবর চলে যাবে কলেজে ভর্তি হতে। এতে সেশনজট সৃষ্টি হবে । এসব হতে আমরা মুক্তি চাই। আমাদের দাবি মানতে হবে।


সর্বশেষ সংবাদ