এমপিওভুক্ত হচ্ছেন ১২১১ শিক্ষক কর্মচারী

  © সংগৃহীত

নতুন করে এক হাজার ২১১ শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। এর মধ্যে স্কুলের ৯১৮ জন এবং কলেজের ২৯৩ শিক্ষক কর্মচারী রয়েছেন। আজ রোববার শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সভাপতিত্ব করেন।

জানা গেছে, স্কুলের ৯১৮ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫১ জন, চট্টগ্রামের ৭৬ জন, কুমিল্লার ৫৯ জন, ঢাকার ১৩৪ জন, খুলনার ১১৩ জন, ময়মনসিংহের ১৫৯ জন, রাজশাহীর ১২৫ জন, রংপুরের ১৩০ জন এবং সিলেটের ৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, কলেজের ২৯১ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রামের ১১ জন, কুমিল্লার দুই জন, ঢাকার ২৩ জন, খুলনার ৬৬ জন, ময়মনসিংহের ৩২ জন, রাজশাহীর ৪৪ জন, রংপুরের ৭৩ জন এবং সিলেটের ১৩ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এ ছাড়া অফলাইনে আবেদন করা কলেজের একজন এমপিওভুক্ত হয়েছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ