১৭ জানুয়ারি ২০২১, ১৮:০০

উচ্চতর গ্রেড পাচ্ছেন দুই হাজার ৩৩০ শিক্ষক কর্মচারী

  © ফাইল ফটো

স্কুল কলেজের দুই হাজার ৩৩০ শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এদের মধ্যে স্কুলের দুই হাজার ৩০০ জন এবং কলেজের ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আজ রোববার শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

জানা যায়, স্কুল-কলেজের দুই হাজার ৩৩০ জন জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৩০০ জন এবং কলেজের ৩০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। 

স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২১১ জন, চট্টগ্রামের ১৬৩ জন, কুমিল্লার ১১৬ জন, ঢাকার ৩০৮ জন, খুলনার ৩৭৯ জন, ময়মনসিংহের ২৪৫ জন, রাজশাহীর ৩২৪ জন, রংপুরের ৪৪৮ জন এবং সিলেটের ১০৬ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩০ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের এক জন, কুমিল্লা অঞ্চলের চার জন, ঢাকা অঞ্চলের সাত জন, খুলনা অঞ্চলের পাঁচ জন, ময়মনসিংহ অঞ্চলের ১০ জন এবং সিলেট অঞ্চলের তিন জন রয়েছেন।