৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩

পাঠ বিরতি থাকলেও জেএসসির বৃত্তি পাবে শিক্ষার্থীরা

জেএসসি পরীক্ষার্থীরা  © ফাইল ছবি

চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন পাঠ বিরতি থাকলেও শিক্ষার্থীরা জেএসসি বা জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাবেন। তবে এ জন্য শিক্ষা অধিদপ্তর বা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অনুমোদন লাগবে। অধিদপ্তরের অনুমোদন পেলে শিক্ষার্থীরা বকেয়া বৃত্তির টাকা পাবেন। যদিও এতদিন পাঠ বিরতি থাকলে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি আজ বুধবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিলম্ব ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্বোচ্চ এক বছর পাঠ বিরতি থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষার তামাদি বকেয়া বৃত্তি প্রদান করা যাবে।

গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশটি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অগ্রায়ণ করেছে শিক্ষা অধিদপ্তর।