সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু, যেভাবে করবেন আবেদন
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর সরকারি-বেসরকারি স্কুলগুলোয় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। অনলাইনে আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে। ভর্তির আবেদন ফি কিছুটা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক থেকে এসএমএস করে আবেদন ফি দিতে পারবেন শিক্ষার্থীরা।
জানা গেছে, টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে। লটারি করে হবে সে সিদ্ধান্ত নেবে জেলা উপজেলা ভর্তি কমিটি। এরপর নির্বাচিত বিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে।
এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। আবেদন নেয়ার পর অনলাইনের মাধ্যমে লটারি একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।