মাধ্যমিকে ভর্তির লটারি ৩০ ডিসেম্বর
মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। আর ৩০ ডিসেম্বর থেকে অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। করোনা পরিস্থিতির কারণে এ বছর বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর উপপরিচালক এনামুল হক জানিয়েছেন, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে।
তিনি জানান, শুধুমাত্র অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত করা যাবে অনলাইন এ আবেদন। আর ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।