টিউশন ফি কমালো ন্যাশনাল আইডিয়াল স্কুল
করোনাভাইরাসের কারণে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত টিউশন ফি ৫০০ টাকা হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ছয় মাসে ফি এ নির্দেশনার আওতায় থাকবে।
আজ বৃহস্পতিবার স্কুলটির প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিউশন ফি কমানোর ফলে প্রত্যেক শিক্ষার্থীর ছয় মাসে মোট ৩ হাজার টাকা করে কমবে। তবে ইতিমধ্যে যারা টিউশন ফি পরিশোধ করেছে তাদের অতিরিক্ত টাকা পরবর্তী মাসে সমন্বয় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি অক্টোবর থেকে ক্লাস শুরু হয় তাহলে সেই মাস থেকেই আগের নির্ধারিত টিউশন ফি কার্যকর করা হবে। টিউশন ফি নেয়া হবে স্কুলটির স্ব স্ব ভবনে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: টিউশন ফি মওকুফ সম্ভব নয়: ভিকারুননিসা অধ্যক্ষ
এছাড়াও বার্ষিক পর্বের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করতে নির্দেশ দেয়া হয় শিক্ষার্থীদের। পাশাপাশি প্রতি রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ ভবনে অনলাইন ক্লাসের বাড়ির কাজগুলো জমা দিতে বলা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।