প্রেমে নারাজি, এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীকে অপহরণ
বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে লাভলী আকতার (১৫) নামে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা লালু মন্ডল বাদী হয়ে উপজেলার জয়শিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়াকে (১৮) আসামি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, জয়শিং গ্রামের লালু মন্ডলের মেয়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তারকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সবুজ।
৩ মার্চ লাভলী আক্তার বাড়ি থেকে বের হয়ে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যায়। কিন্তু পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই সবুজ মিয়া ও তার কয়েক সহযোগী কৌশলে লাভলীকে একটি সিএনজি চালিত অটো রিকশায় জোরপূর্বক তুলে নেয়। এরপর থেকেই ওই ছাত্রীর কোনো সন্ধান না পেয়ে তার বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।