পরীক্ষা চলাকালে সেলফি তুলে ভাইরাল শিক্ষক-শিক্ষিকা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরীক্ষার কক্ষে শিক্ষক-শিক্ষিকা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ছবিটি মূহুর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজমল হক ও সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন গতকাল বুধবার পরীক্ষার কক্ষে সেলফি তোলেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সহকারী প্রধান শিক্ষক আজমল হক। এরপরই ফেইসবুক ব্যবহারকারীরা এই শিক্ষকদের নিয়ে বিভিন্ন সমালোচনা করে মন্তব্য করেন। অনেকেই মন্তব্য করে জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকা সেলফি দেয়া মোটেও উচিত না।
এ ব্যাপারে সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন জানান, আমি পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকালে আমার সহকারী প্রধান আজমল স্যার ছবিগুলো তুলেছেন। আমি তাকে বলেছিলাম, আমি ছবি তুলি না। কিন্তু তিনি তারপরও সেলফি তুলেছেন। এই ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়াটা শোভনীয় হয়নি বলে মন্তব্য করেন সাবিনা ইয়াসমিন।
সহকারি প্রধান শিক্ষক আজমল হক বলেন, এতকিছু ভেবে তিনি ছবিটি পোষ্ট করিনি। এজন্য আমি দুঃখিত।
আর এ ব্যাপারে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব আলী জানান, পরীক্ষার দিন তিনি অফিসের কাজে রাজশাহী গিয়েছিলেন এবং সহকারি প্রধান শিক্ষক আজমল হক দায়িত্বে ছিলেন। পরে তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি বিস্তারিত জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।