প্রশ্নপত্রে ৩৯ বানান ভুল
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (কারিগরি) সাধারণ গণিত বিষয়ের মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে ৩৯টি বানান ভুল লেখা হয়েছে। আর ওই ভুলে ভরা প্রশ্নপত্রেই গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় ৭০ নম্বরের পরীক্ষা।
প্রশ্নপত্রে দেখা যায়, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘বিদ্যালয়’ বানানের স্থানে ‘বিদ্যায়ল’ লেখা হয়েছে। এ ছাড়া ১ থেকে ১২টি প্রশ্নের মধ্যে ‘বর্গক্ষেত্র’, ‘দৈর্ঘ্য’, ‘আয়তন’, ‘ত্রিভুজ’ শব্দগুলোর বানান ভুল করেছে কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী মুঠোফোনে বলেন, ‘এত ভুলের ব্যাপারে স্যারদের বলা হলে গিয়াস স্যার মুখে মুখে তা ঠিক করে দেন। পরে আমরা প্রশ্নে সেগুলো হাতে লিখে ঠিক করে পরীক্ষা দেই।’
এ ব্যাপারে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা ঘটলে সেটা তো অদ্ভুত ব্যাপার। আমরা কয়েকজন মিলে প্রশ্ন করে আহ্বায়ক কমিটির কাছে দিই। প্রশ্ন করার পর যা-ই হোক সেটা আহ্বায়ক কমিটির ওপর বর্তায়।’
ভুল প্রশ্নের ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আব্দুল মাজেদ বলেন, ‘প্রশ্নটিতে প্রায় ১৫ শতাংশ বানান ভুল ছিল। প্রশ্নপত্র প্রিন্ট হয়ে আসার পরে আমাদের দেখে পরীক্ষা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। এটা বড় ধরনের ভুল।’ তিনি বলেন, ‘আসলে এ দায় আমার একার নয়। এই কমিটিতে চারজন সদস্য রয়েছে, দায় তাদের ওপরও পড়ে।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, প্রতিষ্ঠান প্রধান হিসেবে এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।’
ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।