আগামী জুনে মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। সবকিছু ঠিক থাকলে জুনেই পরীক্ষা হবে বলে সূত্রটি জানিয়েছে।
এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক সাংবাদিকদেরকে বলেন, বিসিএস ও সিনিয়র স্কেল পরীক্ষা এবং নন–ক্যাডার নিয়োগ নিয়ে এখন ব্যস্ত রয়েছে পিএসসি। মাধ্যমিকে এক হাজার ৩৭৮ পদের বিপরীতে প্রায় দুই লাখ ৩৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। এ পরীক্ষা আগামী জুনের শেষ দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার হওয়ার পর প্রথমবারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলে ৮ অক্টোবর পর্যন্ত।
দীর্ঘদিন পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। চার ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সাত মাস আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হলেও পিএসসি পরীক্ষার তারিখ ঘোষণা না করায় অনেকে উদ্বিগ্ন ছিলেন।
পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বাংলায় ৩৬৫ জন, গণিতে ২০৫ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ইংরেজিতে ১০৬ জন, ধর্মে ১৭২ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, ব্যবসায় শিক্ষায় আট জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন এবং কৃষিশিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।