২১ মে ২০১৯, ১৫:০৯

৯৯ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম সৌগত দাস

সৌগত দাস

পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান লাভ করেন সৌগত দাস। তিনি পূর্বমেদিনীপুরের মহম্বদপুর দেশপ্রাণ বিদ্যাপিঠ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন। এবারে রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে রাজ-সেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

মঙ্গলবার প্রকাশিত মেধাতালিকার প্রথম দশ স্থানে সবার উপর রয়েছে সৌগত দাসের নাম। মেধাতালিকায় সৌগত দাসের নাম সবার উপরে উঠে আসায় রাজ্যে সবার প্রশংসা কুড়াচ্ছে। এতে তার পরিবারও বেশ খুশি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।

সৌগত দাশ অংক, ভৌত বিজ্ঞান ও ভূগোল এ তিন বিষয়ে শতভাগ নম্বর পেয়েছেন। ৯৯ করে পেয়েছেন আরো তিনটি বিষয়ে। বিষয়গুলো হলো ইংরেজি, ইতিহাস ও জীববিজ্ঞান। এছাড়া তিনি বাংলায় পেয়েছেন ৯৭ নম্বর। তিনি মোট সাত বিষয়ে ৬৯৪ পেয়ে প্রথম হয়েছেন যা নম্বরের হারের দিক দিয়ে ৯৯ শতাংশ।

সৌগত দাস জানান, পড়াশোনার হিসেব অনুযায়ী ভাবছি প্রথম দশের মধ্যে থাকবো। কিন্তু ভাবতে পারিনি যে একেবারে প্রথম হয়ে যাবো। বিশেষ করে বাবা টিচার হওয়াতে গণিতে সহজ হয়েছে।

মাধ্যমিকের এমন রেজাল্টে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, আমি বিস্মিত ও আনন্দিত। সৌগত তার মাধ্যমিকের এ সাফল্য ভবিষ্যৎ শিক্ষা জীবনে অব্যাহত রাখার কথাও জানিয়েছেন।

মাধ্যমিকে সৌগতে সাফল্যের বিষয়ে তার পাড়ার বন্ধু মোহন চক্রবর্তী জানান, সৌগত আমাদের পাড়ার একজন আদর্শ ছেলে। তাকে আমরা সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখতাম। মাধ্যমিকে তার এ সাফল্যে আমরাও আনন্দিত।

এছাড়া যৌথভাবে দ্বিতীয় ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবি গার্লস হাই স্কুলের দেবস্মিতা সাহা, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। যুগ্মভাবে তৃতীয় রায়গঞ্জ গার্লস হাইস্কুল ক্যামেলিয়া রায় ও শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ব্রতিন মন্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯। পর্ষদের তথ্য অনুযায়ী এ বছর কলকাতায় সাফল্যের হার ৯২.১৩ শতাংশ।

সকাল নয়টার পর আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় নাম রেজিস্ট্রেশন করেছিল ১০লক্ষ ৬৬হাজার ১৭৫জন ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে পরীক্ষায় দিয়েছে মোট ১০লক্ষ ৫০হাজার ৩৯৭ জন। অন্যান্য বছরের তুলনায় এ বছর ১২.৫৬ শতাংশ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পরীক্ষার্থী ছিল ১লক্ষ ৭১হাজার ৬৭৯ জন। ভিন্নভাবে সক্ষম পরীক্ষার্থী ৮৯.৩০ শতাংশ। তাঁদের পাশের হার ৯৪.৫৯। চলতি বছর পাশের হার ৮৬.০৭ শতাংশ যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরে পাশের ছিল ৮৫.৪৯ শতাংশ। মেধা তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক, ৯৬.০১ শতাংশ। পাশাপাশি কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ।