রাজধানীতে বাধ্যতামূলক কোচিংয়ের বিরুদ্ধে দুদকের অভিযান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৮:৩৩ PM , আপডেট: ১৬ মে ২০১৯, ০৮:৩৩ PM
রাজধানীতে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে বাধ্যতামূলক কোচিংয়ের অভিযোগে বিদ্যালয়টিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ‘১০৬’ নম্বর) অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
দুদক টিম সদস্যরা প্রধান শিক্ষক মো. আব্দুল মালিকের উপস্থিতিতেই সবার বক্তব্য নেন। তারা জানতে পারেন, কোচিং করানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ থেকে ৯০০ টাকা আদায় করা হচ্ছে। পরে প্রধান শিক্ষককে সতর্ক করে কোচিং বন্ধ করা এবং আদায় করা টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানায় দুদক টিম।
এ বিষয়ে দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজধানীর মানিকদী এলাকার ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে অভিযানের সময় ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।