এসএসসি’র ফল জানা হলো না মিমের
চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন মিম। ভালোভাবে পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু সোমবার প্রকাশিত ফল জানা হয়নি তার। এর ক’দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন। সে চাদপুর উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজীর মেয়ে। তার পুরো নাম সাবরিনা সাকা মিম। মিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত ১৬ এপ্রিল সকালে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলমান অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে নিকট আত্মীয় স্বজন ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা দারুণভাবে শোকহত হয়। তারা সদলবলে জানাজায় অংশ নিয়ে মিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। সে জিপিএ ৪.২৮ পেয়ে কৃতকার্য হলেও এ ফলাফল তার আর জানা সম্ভব হয়নি। তার কৃতকার্যের সংবাদে নিকট আত্মীয় স্বজনরাসহ সহপাঠীদের অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলের পরিসংখ্যান থেকে জানা যায়, আটটি সাধারণ শিক্ষাবার্ডে ৯৪ হাজার ৫৫৬ জন, মাদরাসায় ৬ হাজার ২৮৭ ও কারিগরি শিক্ষাবার্ডে ৪ হাজার ৭৫১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
ফলাফলে দেখা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মোট আটটি শিক্ষা বোর্ডে যথাক্রমে জিপিএ-৫ পেয়েছে ঢাকায় ২৯ হাজার ৬৮৭ জন, চট্টগ্রামে ৭ হাজার ৩৯৩, সিলেটে ২ হাজার ৭৫৭, রাজশাহীতে ২২ হাজার ৭৯৫জন। যশোর শিক্ষা বোর্ডে ৯ হাজার ৯৪৮, বরিশালে ৪ হাজার ১৮৯, দিনাজপুরে ৯ হজাার ২৩ জন ও কুমিল্লায় ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।