শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণ করবেন মুক্তিযোদ্ধারা

  © ফাইল ফটো

মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী ১ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে ঘোষিত কর্মসূচির আয়োজন করতে হবে। ২৬ মার্চ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ এবং সব বিভাগ, জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের সমাবেশ ও জাতীয় সংগীত পরিবশেনের আয়োজন করা হবে। এছাড়া ২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে।

এছাড়া এদিন দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি প্রণয়ন করতে হবে।

২৬ মার্চ জাতীয় শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা ও মোনাজাত করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য, দেশের উন্নয়ন ও অগ্র্রগতি বিষয়ে প্রথমিক শিক্ষা অধিদপ্তরে আলোচনা সভার অয়োজন করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।


সর্বশেষ সংবাদ