২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৫

বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)  © লোগো

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। সারাদেশে ৩৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

বুধবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ৯৩ হাজার ৭ শত ৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৫৮ হাজার ১০৯ জন ছাত্র এবং ৩৫ হাজার ৬৯০ জন ছাত্রী।

এদিকে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।