ঢাবিসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্থায়ী সহাবস্থান চায় ছাত্রদল
টানা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী ২০/৩০জন নেতাকর্মী সাথে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসানও মধুতে তাদের সাথে যোগ দেন।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে রাজিব আহসান বলেন, ‘আমাদের এই আসাটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নয়। আমরা চাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সবার সহযোগিতায় সহাবস্থান নিশ্চিত হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সব সময় সচেষ্ট।’
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘প্রশাসন যেভাবে নির্বাচন করার জন্য চাচ্ছে সেটিকে আমরা গণতান্ত্রিক মনে করছি না।’
এসময় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ছাত্রদলে কোন শিবির নেই। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শিবিরের অভিযোগ আসলে তা ক্ষতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
মধুতে আগে থেকেই অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এছাড়া ছাত্র ইউনিয়নসহ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা সেখানে রয়েছেন। তবে এখনো কোন পক্ষই কোন ধরণের স্লোগান এবং অন্য কর্মকান্ডে অংশ নেয়নি বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে আসা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদেরকে স্বাগত জানিয়েছেন।
দীর্ঘ ৯ বছর পর গতকাল সকালে মধুর ক্যান্টিনে পৌঁছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। পরে তাদের সাথে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান যোগ দেন। সর্বশেষ ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছিল ২০১০ সালের ২১জুন।
সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানরত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দেন। তখন মধুর ক্যান্টিনে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন সক্রিয়। ছাত্রদলের স্লোগানের জবাবে ছাত্রলীগের নেতাকর্মীরাও নানা ধরণের স্লোগান দিতে থাকে। পাল্টাপাল্টি স্লোগানে সরগরম হয়ে ওঠে মধুর ক্যান্টিন। এছাড়া ছাত্র ইউনিয়নসহ কয়েক বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গতকাল পরস্পর কুশল বিনিয়ময়ও করেন। এদিন ডাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণার দাবি জানিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।