২২ জানুয়ারি ২০১৯, ১০:০৭

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি : চসিক মেয়র

অপর্ণাচরণ স্কুলের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন  © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দের কথা জানিয়েছেন। তিনি বলেন, নগরের শিশু-কিশোর, তরুণরা যাতে সুশিক্ষা পায় সে লক্ষ্যে আমরা নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যাতে তারা কোনো কুচক্রে জড়িয়ে না পড়ে।

সোমবার অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্প্রসারণকাজ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

এ সময় কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন প্রমুখ।