মার্কেন্টাইল ব্যাংক বৃত্তির আবেদন শুরু
জেএসসি, এসএসসি এবং এইচএসসি বা সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৭:২৪ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯, ০৮:১১ PM
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০১৮ সালে জেএসসি, এসএসসি এবং এইচএসসি বা সমমান পাশকৃত শিক্ষার্থীদের বৃত্তি দিবে মার্কেন্টাইল ব্যাংক। ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৮’ নামে এই বৃত্তির আবেদন জমা দেয়ার শেষ সময় ৩১ জানুয়ারী। এক বছর মেয়াদী এই বৃত্তির টাকা মোট বারো কিস্তিতে সর্বমোট জেএসসি-১২ হাজার টাকা, এসএসসি/ সমমান -১৫ হাজার টাকা এবং এইচএসসি/সমমান - ২১ হাজার টাকা দেয়া হবে।
২০১৮ সালে জেএসসি,এসএসসি এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম ৪.৫ জিপিএ পেয়ে পাশকৃত শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন কৃত শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় ৭০ হাজার টাকার নিচে হতে হবে। বৃত্তির আবেদনের নিয়ম মার্কেন্টাইল ব্যাংকের ওয়েব সাইটে পাওয়া যাবে।