ভিকারুননিসায় বসানো হচ্ছে অভিযোগ বাক্স

  © ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা ও সংকট শোনার জন্য বসানো হচ্ছে অভিযোগ বাক্স। গভনিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই একদিনের মধ্যেই তা চালু হবে।

তিনি বলেন, ছাত্রী ও অভিভাবকরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন এ বাক্সে। অধ্যক্ষ নিজে সে বাক্স খুলে প্রতিদিন অভিযোগগুলো জানবেন। যেগুলো সমাধানের এখতিয়ার অধ্যক্ষের এককভাবে রয়েছে, সেগুলো তিনি তাৎক্ষণিক সমাধান করে দেবেন। বাকিগুলো পরিচালনা পর্ষদের নজরে আনবেন। তিনি বলেন, দুই একদিনের মধ্যেই তা চালু হবে।

প্রসঙ্গত, নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রির আত্মহননের পর শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শাখা প্রধান (শিফট ইনচার্জ) অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করতে চান না এবং অধিকাংশ ক্ষেত্রেই সদাচরণ করেন না।

এছাড়া হঠাৎ সাক্ষাতের সুযোগ হলেও তারা অভিভাবকদের সঙ্গে চরম অশোভন আচরণ করেন বলে তদন্তকালে অনেক অভিভাবক অভিযোগ করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে কাউন্সেলিং বা মতবিনিময় না করে কথায় কথায় টিসি দেওয়ার ভয় দেখান।


সর্বশেষ সংবাদ