ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনা জামিন পেলেন

ভিকারুননিসা শিক্ষিকা হাসনা হেনা
ভিকারুননিসা শিক্ষিকা হাসনা হেনা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে জামিন দিয়েছেন আদালত। রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক বাকি বিল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত হাসনা হেনাকে জামিন দেন। মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন’।

এর আগে গত ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সাঈদ শিক্ষিকা হাসনা হেনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিনজনের বিরুদ্ধে অরিত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০৫ ধারার কথা উল্লেখ করা হয়। পরে বরখাস্ত করা হয় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে। তারা তিনজনই সংশ্লিষ্ট মামলার আসামি।

প্রসঙ্গত,  ৩ ডিসেম্বর আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার কারণে তার বিরুদ্ধে নকল করার অভিযোগ আনেন সংশ্লিষ্ট শিক্ষিকারা। তারা তার বাবা-মাকে ডেকে প্রতিষ্ঠানে গিয়ে দেখা করতে বলেন। পরে এ নিয়ে অভিমানে আত্মহত্যা করে অরিত্রী।


সর্বশেষ সংবাদ