০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২
শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছে ভিকারুননিসার শিক্ষার্থীরা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের আন্দোলন স্থগিতের পর আজ শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন। বেলা ১২টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় যোগদান করেছে। স্কুলের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।’
গত সোমবার নকল করার অভিযোগে চলমান বার্ষিক পরীক্ষা দিতে না দেয়া এবং অভিভাবককে অপমানের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যা করে। এ ঘটনার পর ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে দোষীদের বিচারসহ ৬ দপা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত গভর্নিং বডির সভার পর দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।