০২ আগস্ট ২০১৮, ১১:২০

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেই রাস্তায় ছাত্রছাত্রীরা

গুলশান ২ নাম্বার সার্কেলের বর্তমান চিত্র  © পুসাব (ফেসবুক পেজ)

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেই রাস্তায় নামল শিক্ষার্থীরা। রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শিক্ষার্থী হতাহতের ঘটনায় দোষী চালকের শাস্তি ও নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ চেয়ে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিকে উপক্ষো করেই রাজধানীর শাহবাগ, গুলশান, শেওড়াপাড়া, উত্তরা হাউজবিল্ডিং, ধানমন্ডি ২৭ , আজিমপুর, মিরপুর এবং আসাদগেটে সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। দফায় দফায় মিছিল চলে ব্যস্ততম এলাকা ফার্মগেটেও। প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত সকালের ১০ টার পর থেকেই এই আন্দোলন শুরু হয়েছে।

রাজধানীর শেওড়াপাড়ায় আন্দোলনরত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী আসাদ জানান, ‘আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। গাড়ি ভাংচুর বা কাউকে আঘাত মতো কোন ঘটনা এখানে নেই। দাবি আদায় না হলে প্রতিদিনই আন্দোলন চলবে বলে জানান তিনি।’

 

মিরপুর ১০ নম্বরের চিত্র

এদিকে স্কুল-কলেজ ও ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে যাত্রীদের অনেককেই গণপরিবহনের জন্য দীর্ঘসময় রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। ভোগান্তির শিকার হয় সরকারি ও বেসরকারি অফিসগামী যাত্রীরাও । সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, রাজধানীর অন্যসব এলাকাতেও বিক্ষোভের প্রস্তুতি চলছিল।

বিক্ষোভ চট্টগ্রামেও
এদিকে সারা দেশের মতো চট্টগ্রামেও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় এই বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। স্থবির হয়ে পড়ে পুরো গোটা নগরী।

                                                                 চট্টগ্রামের জিইসি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।এর পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলে আসছে।