২৮ আগস্ট ২০২৩, ১৭:১৪

চট্টগ্রাম বোর্ডে ১০৮০ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ১৩০

  © সংগৃহীত

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১০৮০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৩০ জন শিক্ষার্থী। 

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পায়নি কেও।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৪৫০ জন।

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।