ফল চ্যালেঞ্জের আবেদন করেছেন ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী
এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। আগামী ২৮ আগস্ট খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম।
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের আবেদন করেছেন। এই খাতাগুলো পুনর্মূল্যায়নের কাজ করছে বোর্ড।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। সব বোর্ডের খাতা চ্যালেঞ্জের ফল আগামী ২৮ আগস্ট একযোগে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন।