বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি পেল পঞ্চগড়ের ১০০ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২২ জুন ২০২৩, ০৪:৫৪ PM
পঞ্চগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ দরিদ্র শিক্ষার্থী । সোমবার (২২ জুন) সকাল পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। শিক্ষা প্রসারের লক্ষ্যে ধারাবাহিকভাবে দেশব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিচ্ছে বিদ্যানন্দ ।
অনুষ্টানে বিদ্যানন্দের কার্যিনর্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দীন বলেন, সীমান্তবর্তী এ জেলার দরিদ্র পরিবারের সন্তানদের বিভিন্ন কারণে পড়াশোনা চ্যালেঞ্জের। এসব পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই সাধুবাদযোগ্য। বিদ্যানন্দকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক উন্নতি গঠনে আরও মনোযোগী হওয়ার উপদেশ দেন তিনি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রামের আওতায় প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে দেশব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিচ্ছে বিদ্যানন্দ। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ চার হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।