২০ এপ্রিল ২০২৩, ১৭:৫৮

এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার

এসএসসি ও সমমানের পরীক্ষা   © ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের পাটিয়া উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) পাটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতীকুল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০/০৪/২০২৩খ্রিঃ তারিখ হতে অনুষ্ঠিতব্য এস.এস.সি, দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে। এ উপজেলাধীন সকল কোচিং সেন্টার আগামী ২০/০৪/২০১৩ খ্রিঃ হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টারের পরিচালকগণকে বাধ্যতামূলকভাবে কোচিং সেন্টার বন্ধ রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল থেকে দেশের ৮ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস.এস.সি, দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে।