ফেল থেকে পাস করেছেন দিনাজপুর বোর্ডের ৮৯ জন
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করা ২৯৬ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৯ জন শিক্ষার্থী।
শনিবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী আবেদনকৃতদের মধ্যে পুনর্নিরীক্ষণে ২৯৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২০৭ জনের। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন এবং ফেল করা ৮৯ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন পরীক্ষার্থী।
এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেওয়া ১ লাখ ৭৬ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। নতুন ৮৯ জন পাস করার পর পাসের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭১ জনে। এদিকে এই শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পান ২৫ হাজার ৫৮৬ জন। পুনর্নিরীক্ষণে নতুন ৩৬ জন জিপিএ-৫ পাওয়ার পর বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২১ জনে।