১৯ অক্টোবর ২০২২, ১৪:২৬

এইচএসসিতে বিদেশি পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন

বিদেশি এইচএসসি পরীক্ষার্থী  © সংগৃহীত

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট আটটি কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিদেশি কেন্দ্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই মধ্যপ্রচ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দিবেন দোহা কেন্দ্রে ৬২ জন এবং সবচেয়ে কম পরীক্ষা দেবেন ত্রিপলী কেন্দ্রে মাত্র   ৪ জন।

এছাড়া জেদ্দায় ৫১, রিয়াদে ২০, আবুধাবীতে ২৭, দুবাইয়ে ২১, বাহরাইনে ১৫ এবং সাহামে (ওমান) ২২ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন।

আরও পড়ুন: বিসিএসে টিকেও অনিশ্চয়তায় আট হাজার চাকরিপ্রার্থী।

অপরদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৪ হাজার ৭৬৩ জন।

এছাড়া এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।