এসএসসির ৪ বিষয়ে পরীক্ষা স্থগিত করলো দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বাের্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার ৪টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর মাে. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলাের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানাে হবে।
তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিলো। পরীক্ষা নিয়ে কোনো বির্তক সৃষ্টি যাতে না হয় সে কারণেই বাংলা ২য় পত্রের সৃজনশীল পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে আগামী ৩০ সেপ্টেম্বর স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) ২য় পত্রের এমসিকিউ পরীক্ষার দেয়া হয়।