২০ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

নকল দিতে গিয়ে তিন শিক্ষক আটক

প্রতীকী ছবি  © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে তিন শিক্ষককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। তারা সবাই এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক।

আটককৃত শিক্ষকরা হলেন— ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খন্ডিকালীন শিক্ষক তৈয়ব (৩২) এবং সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম।

জানা গেছে, মঙ্গলবার এসএসসির ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শিক্ষকরা বিদ্যালয়ের একটি কক্ষের পরীক্ষার্থীদের নকল দিচ্ছিলেন। এসময় কেন্দ্রের দায়িত্বরা তাদের আটকিয়ে রাখে। পরীক্ষা শেষ হওয়ার পর তাদের উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার। তিনি জানান, অভিযুক্ত তিন শিক্ষক আমাদের হেফাজতে আছেন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।